আপনারা জানেন কি বিয়েবাড়িতে সব থেকে আকর্ষণীয় খাবারের মধ্যে মুরগির রোস্ট একটি খুব জনপ্রিয়ো খাবার । এবং ছোট-বড় সবাই মুরগির রোস্ট টা পছন্দ করে থাকেন । কিন্তু শুধু বিয়ে বা বাইরেই যে খেতে পারব তা কিন্তু নয়। আশা লতা কিচেন এখন বাসাতে সহজেই রান্না করার উপাই শিখিয়ে দিচ্ছে আপনাদের কে। বিয়েবাড়ির স্বাদের মুরগির রোষ্ট এখন আপনার বাড়িতে সহজেই রান্না করুন । আসুন জেনে নেই রেসিপি
১। মুরগি,
২। আদা,
৩। রসুন বাটা,
৪। পেয়াজ বাটা,
৫। জিরা,
৬। গরম মশলা ( এলাচ, দারচিনি ) বাটা,
৭। কাঁচা মরিচ,
৮। তেল,
৯। লবণ,
১০। মরিচ গুরা,
১১। হলুদ গুরা,
১২। ভিনেগার,
১৩। তেজপাতা,
১৪। চিনি,
১৫। গরম মশলা ( এলাচ, দারচিনি, লবংগ, জিরা, ) ভেজে গুড়া,
Post a Comment